শিরোনাম
◈ টিউলিপ কাগজে-কলমে এখনো বাংলাদেশি! : ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ স্লুইসগেট ◈ অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী (ভিডিও) ◈ প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ ◈ বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন, যে সুবিধা পাবেন ◈ নীতিগত ঘাটতিতে মধ্যপ্রাচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ, হালাল পণ্যে অদেখা ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা! ◈ 'দেশকে বিক্রি করে কিছু কইরেন না', উদ্যোক্তাদের জন্য আশিক চৌধুরীর তিন পরামর্শ (ভিডিও) ◈ তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩, ০৫:১৯ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৩, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক নেতাদের সঙ্গে জাহাঙ্গীরের বৈঠক

মেয়র জাহাঙ্গীর আলম

হাসিব খান, গাজীপুর: [২] চলমান শ্রমিক আন্দোলনে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

[৩] মঙ্গলবার (৩১অক্টোবর) বিকেলে সিটি করপোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক কেন্দ্রে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

[৪] সাবেক মেয়র বলেন, সারা দেশের মতো গাজীপুরেও হাজার হাজার শিল্প কারখানা রয়েছে। আর এসব কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করে। তবে কয়েকদিন যাবত তারা বিজিএমইএ এবং কলকারখানার মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি করে। এ বিষয়ে সরকার তাদের মজুরি বোর্ডকে দায়িত্ব দিয়েছে সেটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আগে বলা হয়েছিল নভেম্বর মাসের প্রথম দিকে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে। তবে সে সময় পার হয়ে যাওয়ায় আজকে জানানো হয় বিজিএমইএ এর পক্ষ থেকে নভেম্বরে ৩০ তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছে। 

[৫] তিনি বলেন আগামী ৩০শে নভেম্বর এর মধ্যে বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে ডিসেম্বর থেকে সেটা কার্যকর করবে। আমাদের গাজীপুর মহানগর এবং জেলার শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা এ বিষয়টি মেনে নিয়েছে। 

[৬] তিনি আরও বলেন, আমাদের গাজীপুরের ইন্ডাস্ট্রি চলছে এবং চলবে। তিনি অনুরোধ করে বলেন, কোনভাবেই যেন শ্রমিকের নাম নিয়ে গাজীপুরের কোথাও যেন কোন হামলা এবং ভাঙচুর না করা হয়।
 
[৭] সংবাদ সম্মেলনে গাজীপুরের বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/ ইএফ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়