স্বপন দেব, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া এলাকা গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
[৩] গ্রেপ্তারকৃত মাদক কারবারি স্বপন ইসলাম সেলিম (৩৩)। সে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়াছড়া ছিমাইলত গ্রামের মো. মুসলিম মিয়ার পুত্র।
[৪] পুলিশ তার হেফাজত থেকে অবৈধ পন্থায় ভারত থেকে সংগ্রহ করা ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
[৫] শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপী
প্রতিনিধি/এইচএ