ইব্রাহীম খলিল ব্রাহ্মণবাড়িয়া: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদেরখোলা বালুমহালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
[৩] জানা যায়, নির্ধারিত সীমানার বাহিরে থাকায় খাজা গরিবে নেওয়াজ লোড ড্রেজার, মেঘনার আলো ড্রেজিং প্রকল্প, মায়ের দোয়া ড্রেজিং প্রকল্প, শাহপরান-২, তিন তারা ড্রেজিং প্রকল্প জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ড্রেজারগুলো বন্ধ রাখা হবে মর্মে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়।
[৪] সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস