শিরোনাম
◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ ◈ ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত ছাড়ালো ২৫০ ◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

শাহনাজ পারভীন, কুড়িগ্রাম: [২] শনিবার রাত সাড়ে ১২টার দিকে আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলার চর সীমান্তে এ ঘটনা ঘটে।

[৩] নিহত মানিক মিয়া (৩০) উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, মানিক মিয়া সহ ১৫-২০ জন বেহুলার চর সীমান্তের আন্তর্জাতিক সীমানায় ওই পিলার কাছে যান। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া ঘটনা স্থলেই মারা যান। 

[৫] স্থানীয়রা ধারণা করছেন, মানিক মিয়া সহ এই লোকগুলো গরু পাচারের সঙ্গে জড়িত। 

[৬] পরে সঙ্গীরা তার মরদেহ অন্যত্র সরিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন। দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ বন্দবের ইউনিয়নের বাঞ্ছার চর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় আনেন। 

[৭] জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাশরুকী বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।

[৮] রৌমারী থানার ওসি রূপকুমার সরকার বলেন, খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছার চর এলাকার মোতালেবের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সম্পাদনা: তারিক আল বান্না

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়