কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] জেলার সদর উপজেলার বামকান্দি গ্রামে ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে বড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
[৩] স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের আবজল মিয়ার ছেলে রবিউলের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের ছেলে শুভর মধ্যে সোমবার সকালে ঝগড়া হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
[৪] হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/ইএফ/জেএ