শিরোনাম
◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৬:৫১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে উন্নয়নের ১৪ বছর শীর্ষক আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

এস এম আকাশ, ফরিদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ১৪ বছর শীর্ষক আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) বেলা ১২টার দিকে আলীপুর সবজাননেছা আব্দুস শুকুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং ফরিদপুর যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবী র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার সভাপতি মিসেস আসমা বারি, ফরিদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম, ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর সভাপতি শামীম হকের সহধর্মিনী রোমানা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সহধর্মিনী রেহেনা পারভীন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোসের সহধর্মিনী শ্রাবণী বোস, সাবেক সাধারণ সম্পাদক মেম্বার এমসি ফাউন্ডেশন এর সোমা ইসলাম, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাজমুন্নাহার, রুমানা খান রুমা, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাসুমা বেগম, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রামানিক। সরকারি ইয়াসিন কলেজের সাবেক  জি এস রহিম মিয়া জুয়েল।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

তারা বলেন, বিএনপি জামাত দেশে আবার আগুন সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অশান্ত করার পায়তারা করছে। আর তাই সবাইকে সচেতন থাকতে হবে। ফরিদপুরে তাদের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে‌। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে হবে, সে উদ্দেশ্যে এখন থেকেই সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে প্রচার করতে হবে।

এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে যোগ দেয়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়