শিরোনাম
◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাবুল খাঁন, বান্দরবান: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বান্দরবান জেলা শাখার ১৩ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১০ জুন) অরুণ সারকী টাউন হলে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ জুন) বেলা ১২টায় ত্রি-বার্ষিক সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি সাদেক হোসেন চৌধুরী বলেন- ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জেলা শাখার সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন- বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সভাপতি পদে ৫ জন এবং সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী হয়েছেন। জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন থেকে ৩৯২জন কাউন্সিলর ভোট প্রদানের মাধ্যমে আগামী তিন বছরের জন্য জেলার নেতৃত্ব নির্বাচিত করবেন বলে জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী। 

মিট দ্য প্রেস অনুষ্টানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সমপাদক অজিত কান্তি দাশ, দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মনিরুল ইসলাম মনু, উপপ্রচার সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিং থোয়াই অং মারমাসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়