মোঃ আসাদুল্লাহ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে তর্কাতর্কির তুচ্ছ ঘটনাকে ঘিরে সিহাব আলী নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। নিহত সিহাব শিবগঞ্জে গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও দুলর্ভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের মহলদার পাড়া এলাকয় বাইসাইকেল চালনা নিয়ে সিহাবের সঙ্গে স্থানীয় যুবকদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে পিটিয়ে হত্যা করে।
এদিকে সন্ধ্যার দিকে গোমস্তাপুর উপজেলার চকপুস্তম পানির পাম্পের পেছনের খাল থেকে ফুদন বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী নাচোল উপজেলার খোলসী গ্রামের সুলতান আলীর মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ দুটি ঘটনা তদন্ত করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহিদ। সম্পাদনা: সাদেক আলী