শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে বিদেশী পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মোশতাক আহমেদ শাওন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পুলিশের অভিযানে সন্ত্রাসী সাব্বির গ্রুপের প্রধান সাব্বির (২৪) সহ তার তিন সহযোগী রমজান আলী (৩৪), শাওন (২৪) ও আব্দুল হামিদ (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। 

এ সময় তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ৩টি তাজা কার্তুজ, ১টি ম্যাগজিন, ১টি ড্যাগার (বড় চাকু), ১টি চাইনিচ কুড়াল, ১টি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই রূপগঞ্জের বাসিন্দা। এসময় শরিফুল সিকদার (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। 

সোমবার (৫ জুন) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা রাসেল বলেন, রোববার সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া উপজেলা মোড়ে ডালিম মেম্বারের অফিসের পাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুড়াপাড়া এলাকার দুই পক্ষের লোকজন অস্ত্র-শস্ত্র সহকারে সংঘর্ষে লিপ্ত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী সাব্বির গ্রুপের প্রধান সাব্বিরসহ তার ওই তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে শরিফুল সিকদার আহতের ঘটনায় আরেকটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়