তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: পৌর শহরের শিমরাইলকান্দি রেললাইন সংলগ্ন কথিত তুলা গাছতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করে ১টি লোহার তৈরী দা, ১টি ডেগার, ২টি ধারালো স্টিলের ছুরি, ১টি স্টিলের তৈরী পাইপ, ১টি স্টিলের তৈরী মাল্টি টোল প্লাস কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি আরোও কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে আটকৃতরা হলেন, রিয়াদুল ইসলাম প্রকাশ রিয়াদ (২২), মো. মামুন (২১), মো. আকাশ মিয়া (২০), মো. সাইমন (১৮), তামাজ দেওয়ান (১৮), মো. সাহাবুদ্দীন (১৮), মো. বিজয় মিয়া (১৮), মো. সজীব মিয়া (২৩), শেখ সরোয়ার আলম প্রকাশ হৃদয় (৩২), সাইফুল ইসলাম (২৭), মো. খায়রুল (১৮), মো. পিয়াস (১৯), রিংকন মিয়া (২০), আ. রাকিব (২৪)। আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।
প্রতিনিধি/একে