শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আসহায়দের জন্য প্রশাসনের ‘তড়িৎ সাড়া দান’ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর: সম্প্রতি ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তড়িৎ সাড়া দানের মাধ্যমে সাহায্য পৌঁছে দিচ্ছে ফরিদপুর জেলা প্রশাসন। সরকারি বিধির মধ্যে তালিকার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে ‘তড়িৎ সাড়া দান’ এই কার্যক্রম। সেবাগ্রহীতা নিজেরা সরাসরি এসে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে নিতে পারছেন এই সেবা। কারো সুপারিশ বা কোন মধ্যস্থতার প্রয়োজন পড়ছে না।

সরেজমিনে দেখা যায়, কালবৈশাখীতে ভেঙ্গে যাওয়া ঘর মেরামতের জন্য দু’জন সেবা গ্রহিতার হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পিএএ। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ বাবর।

গত সপ্তাহে ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়ে ফরিদপুর সদর উপজেলার মোসলেম সেকের ঘর। মোসলেম প্রান্তিক পর্যায়ের একজন কৃষক। বার্ধক্য জনিত রোগে প্রায় ১০ বছর ধরে ভুগছেন। তার একমাত্র ছেলেটিও ভূমিহীন কৃষক। তার ঘরটি এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন জেলা প্রশাসক। তিনি এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত মোসলেম সেকের পাশে দাঁড়ান।

এত দ্রুত সাহায্য পাওয়ায় খুশি মোসলেম  সেক। তিনি আবেগ আপ্লুত হয়ে জানান, জীবন তো পরায় শ্যাষই। এত তাড়াতাড়ি সরকারি কুন সাহায্যই পাই নাই জীবনে। যে ব্যাটা (জেলা প্রশাসক) এমন কাজে আইসলেন, আল্লাহ পাক তারে বাচাই রাহুক।

অন্য সেবা গ্রহিতা ফেলা সেক জানান, আমি এই শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানাই। কুন লোকজন ধরা ছাড়াই আমরা আমাগের কতা ডিসি স্যাররে জানাতি পারছি। এইডা এই সরকারেরই অবদান।

ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেকদিন ত্রাণের জন্য তৎপর রয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। কোন কোন দিন সন্ধ্যা পেরিয়ে গেলেও থাকছে কর্ম চাঞ্চল্য। যারা নিজেরা আসতে পারেন না, তাদের তথ্য যে-কেউ পৌঁছে দিলে সত্যতার ভিত্তিতে মিলছে সেবা। ফেলা সেক এবং মোসলেম সেকের অফিসিয়াল আনুষ্ঠানিতায় স্বেচ্ছাশ্রমে সাহায্য করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ। সাধারণ মানুষের সাহায্যে তড়িৎ সাড়া দানের জন্য জেলা প্রশাসকের কৃতজ্ঞতা জানান তিনি। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়