শিরোনাম
◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ? 

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১২:১৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ১

মো.আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: জেলায় একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ মো. কমল নামের এক জন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী টোল প্লাজা এলাকায় থেকে তাকে আটক করা হয়। 

আটক কমল রাজশাহীর বোয়ালিয়া থানার হেতাংকা ছোট মসজিদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

শনিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারত হতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্ততে ব্যাটলিয়নের একটি বিশেষ টহল দল কয়লাবাড়ী টোল প্লাজায় অবস্থান নেয়। এসময় একটি সিএনজি তল্লাশী করে আটককৃত কমলের কোমর থেকে লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়। 

তিনি আরো জানান, চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।  আটককৃত আসামী ও অস্ত্র-গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়