শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ মিয়ানমার নাগরিকসহ আটক ৫ দালাল

আটককৃত দালাল চক্র

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত পাঁচ দালালকে আটক করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

আটক দালালরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলীর এলাকার দ্বীন ইসলাম (২৫) একই এলাকার মোহাম্মদ ইউনুছ (২৬) পৌরসভার নাইট্যংপাড়ার মোহাম্মদ জাহিদ (৩০) মোহাম্মদ জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমার থেকে তারা চিকিৎসার জন্য নাফ নদী দিয়ে নৌকা করে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এ জন্য দালালকে মাথাপিছু হিসাবে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। দালালেরা অন্যত্র নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে সাতটি শিশু,পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়