শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ মিয়ানমার নাগরিকসহ আটক ৫ দালাল

আটককৃত দালাল চক্র

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত পাঁচ দালালকে আটক করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

আটক দালালরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলীর এলাকার দ্বীন ইসলাম (২৫) একই এলাকার মোহাম্মদ ইউনুছ (২৬) পৌরসভার নাইট্যংপাড়ার মোহাম্মদ জাহিদ (৩০) মোহাম্মদ জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমার থেকে তারা চিকিৎসার জন্য নাফ নদী দিয়ে নৌকা করে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এ জন্য দালালকে মাথাপিছু হিসাবে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। দালালেরা অন্যত্র নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে সাতটি শিশু,পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়