মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ভানুগাছরোড চেক পোষ্ট বসিয়ে পুলিশের অভিযানে ১২০০ পিছ ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১২টার সময় ১২০০ পিছ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই (নিরস্ত্র) অলক বিহারী গুণ, এসআই (নিরস্ত্র) রাকিবুল হাছান, এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অন্যান্য ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গতশ্রীমঙ্গল টু কমলগঞ্জ গামী (ভানুগাছরোড) রাস্তায় জনৈক সাদ্দামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালে রাত আনুমানিক পৌনে ১২টার সময় একটি সিএনজি গাড়ি কমলগঞ্জ হইতে শ্রীমঙ্গলের দিকে আসিতেছে দেখিয়া উক্ত গাড়ির গতিরোধ করেন।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে সিএনজি গাড়ি ও আসামীদের দেহ তল্লাশী করা কালে সিএনজি গাড়ির পিছনের সিটে বসা অবস্থায় আসামী জয়ধন মিয়া শান্ত (৩০) তাহার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে বাদামী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো টাইপকরা লেখা কাগজের ভিতরে ০৬টি নীল রংয়ের পলি জিপারে মোট ১,২০০(এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যবলেট, যাহার আনুমানিক মূল্য-৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা।
আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের লেবু মিয়ার ছেলে জয়ধন মিয়া শান্ত (৩০)। সে বর্তমানে শ্রীমঙ্গল শহরের, ক্যাথলিক মিশনরোড, পাদ্রি বাংলা এলাকায় বসবাস করেন। অপরজন হলেন শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামের মৃত মুহিব উল্লার ছেলে হান্নান মিয়া (৩৪)। সে বর্তমানে শ্রীমঙ্গল শহর সংলগ্ন উত্তর ভাড়াউড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়। আসামী জয়ধন মিয়া শান্ত (৩০) এর বিরদ্ধে ইতি পূর্বের আরো ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন পাওয়া যায়। আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। সম্পাদনা: সাদেক আলী
আপনার মতামত লিখুন :