তপু সরকার হারুন: শেরপুর সদর উপজেলার চান্দেরনগর নয়াপাড়া এলাকায় বিহাড়ীবিল (বিড়িবিল) এ মোবাইকোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দকরা হয়।
বৃহস্পতিবার ২৫ মে দুপুরে শেরপুর সদর উপজেলার চান্দের নগর নয়াপাড়া বিহাড়ী বিল (বিড়িবিল) এ অভিযান পরিচালিত হয় । মোবাইকোর্টের অভিযান পরিচালনা সালাউদ্দিন বিশ্বাস সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মমতাজুর নেছা ।
প্রায় ২ শত ২০ মিটার চায়না দুয়ারী জালের মূল্য হবে অনুমান ৫৫ হাজার টাকা বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মমতাজুর নেছা ।
বিকেলে ৩ টায় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেনাজ ফেরদৌস, সালাউদ্দিন বিশ্বাস সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকতা, উপজেলা মৎস্য অফিসার উপজেলা, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও উপজেলা বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকতার উপস্থিতিতে পরিষদের সামনে জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল গুলি পুড়িয়ে ফেলা হয়।
প্রতিনিধি/এসএ