শিরোনাম
◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুর সদর

উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবি

বিক্ষোভ মিছিল

খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

'আমাদের চেতনায় মুজিব আদর্শ' একটি সংগঠনের ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতল এলাকায় বিক্ষোভ মিছিল-সমাবেশ ও ঘন্টাব্যাপী জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লার সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছানোযার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিযন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক প্রমুখ।

বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, গত ১৭ মার্চ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপন খন্দকার মোশতাক আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী ছিলো বলে মন্তব্য করেন। 

এরই প্রতিবাদে নেতাকর্মীরা ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনের বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তা না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়