এ এইচ সবুজ: সারাদেশের ন্যায় গাজীপুরেও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাজীপুর বিভাগ কার্যালয়ে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার (২২ মার্চ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস কক্ষে কেক কাটার মধ্যদিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাজীপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী বৃষ্টি সরকার, সহকারী প্রকৌশলী আবুল খায়ের, উপ-সহকারী প্রকৌশলী মো: খলিলুর রহমান, মো: সোহেল রানা, ফারজানা আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: আব্দুস সবুর, অফিস সহায়ক কাজল, হাবিবসহ প্রমুখ।
প্রতিনিধি/জেএ