শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত আসামি

নাজমুল হক মুন্না, (উজিরপুর) বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ মোল্লা হত্যার ২৯ বছর পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বজলু হাওলাদারকে বরিশাল জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেন।

জানা যায়, গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মোল্লা গত ১ এপ্রিল ১৯৯৪ সনে সকাল ৮টায় উপজেলা দাসেরহাট খেয়াঘাটে বসে নির্মম ভাবে খুন হন। ওই ঘটনায় তার স্ত্রী বেগম মাসুদা উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযুক্ত ২ জনের ফাঁসির আদেশ ও ৮ জনের  যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বজলু হাওলাদার ২৯ বছর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। 

গত ১৮ মার্চ তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চৌকস পুলিশ অফিসার এস.আই কাজী ওবায়দুল কবির সঙ্গীয় এ.এস.আই রাজীব পাল, কনষ্টেবল মুশিউর, পারভেজ, সোহাগসহ অন্যান্য সঙ্গীয় সদস্যরা উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। 

নিহতের পরিবারের দাবী গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি বজলু হাওলাদার আত্মগোপনে থেকে নিহতের সন্তানদের হত্যাসহ বিভিন্ন রকমের ক্ষতি সাধনের চেষ্টা চালিয়েছে। উল্লেখ্য আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও উপজেলাবাসী বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) সাধুবাদ জানান। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়