শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত আসামি

নাজমুল হক মুন্না, (উজিরপুর) বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ মোল্লা হত্যার ২৯ বছর পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বজলু হাওলাদারকে বরিশাল জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেন।

জানা যায়, গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মোল্লা গত ১ এপ্রিল ১৯৯৪ সনে সকাল ৮টায় উপজেলা দাসেরহাট খেয়াঘাটে বসে নির্মম ভাবে খুন হন। ওই ঘটনায় তার স্ত্রী বেগম মাসুদা উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযুক্ত ২ জনের ফাঁসির আদেশ ও ৮ জনের  যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বজলু হাওলাদার ২৯ বছর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। 

গত ১৮ মার্চ তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চৌকস পুলিশ অফিসার এস.আই কাজী ওবায়দুল কবির সঙ্গীয় এ.এস.আই রাজীব পাল, কনষ্টেবল মুশিউর, পারভেজ, সোহাগসহ অন্যান্য সঙ্গীয় সদস্যরা উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। 

নিহতের পরিবারের দাবী গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি বজলু হাওলাদার আত্মগোপনে থেকে নিহতের সন্তানদের হত্যাসহ বিভিন্ন রকমের ক্ষতি সাধনের চেষ্টা চালিয়েছে। উল্লেখ্য আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও উপজেলাবাসী বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) সাধুবাদ জানান। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়