মো. রেজাউল করিম, শ্রীনগর (মুন্সগিঞ্জ): বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে স্মাট বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
রোববার বেলা ১২ টায় পু নাক এর আয়োজনে উপজেলা বালাশুর এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) এর সভানেত্রী আমিনা রহমান মুন্নী এর সভাপতিত্বে অনাথ শিশুদের মাঝে 'কিশোরদের বঙ্গবন্ধু ' সম্পর্কিত বই বিতরণ কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত তাই মেধাবিকাশের জন্য শিশুদের দিকে বিশেষ নজর দিতে হবে। যাহাতে আগামীতে তারা মানুষের মত মানুষ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মাট বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জর হোসেন সরকার (শ্রীনগর সার্কেল) এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আবু বক্কর ছিদ্দিক, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাজি তোফাজ্জল হোসেন, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বারেক খান বারী, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ আমিনুল ইসলাম, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেদোয়ান ঢালী, সাধারণ সম্পাদক হানিফ বেপারী প্রমুখ।
প্রতিনিধি/জেএ