মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): রাজধানীর ডেমরা থানা পুলিশের চেকপোস্ট ডিউটি করার সময় এক মাদক চোরাকারবারি পিকআপ চালককে গ্রেফতার করা হয়েছে । এ সময় তল্লাশি করে সাদা রংয়ের পিকআপ গাড়ী(ঢাকা মেট্রো ন-১৯-৮৯৬৬) থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
শনিবার সকালে গ্রেপ্তারকৃত মো.সুমন মিয়া (২৮) কে আদালতে পাঠায় থানা পুলিশ । শুক্রবার দিনগত রাতে স্টাফ কোয়ার্টার রাসেল ফিলিং স্টেশনের পাশে চেকপোস্ট ডিউটি করার সময় ওই গাড়ীকে সিগনাল দিয়ে থামিয়ে তল্লাশি করে ফেনসিডিলসহ চালককে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. সুমন মিয়া জামালপুর সদর থানার ১৩ নং মেস্টা ইউনিয়নের জালিয়াপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে ডেমরা থানায় শুক্রবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ১৪(গ) /৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত দীর্ঘ সময় ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল।
প্রতিনিধি/জেএ