শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন

শেখ ফরিদ, সাতক্ষীরা: আসুন কমাই সেবার ব্যবধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের মহাসচিব ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ফলক উন্মোচন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, এই প্রথম সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। আর এ উদ্যোগ নিয়েছে মহৎ মনের অধিকারী ডা. মনোয়ার। তার এই উদ্দেশ্য ও মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার উদ্যোগে সকলকে শামিল হতে হবে। 

তিনি আরও বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরী। আমি চাই সাতক্ষীরার একটি মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সাতক্ষীরার ডাক্তাররা উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে বাহিরের জেলার মানুষও এ জেলায় চিকিৎসা সেবা নিতে আসছে। দেশের ১৭ কোটি মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণ করে দিচ্ছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরাসহ প্রমূখ। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়