শিরোনাম
◈ সরকারের বেআইনি আদেশ পালনে র‌্যাব হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে: মির্জা ফখরুল ◈ দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬  ◈ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে স্বৈরশাসক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের  ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি  ◈ নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল ◈ এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক হতে পারবেন না ৩ জনের বেশি ◈ কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: মুখপাত্র ◈ বিএনপিকে আমন্ত্রণ জানানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি  ◈ নওগাঁয় র‌্যাবের হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে ◈ সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৪ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার থেকে রাজধানীর দুই প্রবেশ মুখে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: ১০ ডিসেম্বরের আগে সাভার থেকে রাজধানীর প্রবেশ মুখের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ছোট বড় সব যানবাহন তল্লাশি করছে পুলিশ।

বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর তথ্য পাওয়া গেছে।

এই চেকপোস্টগুলো আজ সন্ধ্যায় বসানো হয়েছে।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ বলেন, আমরা দূরপাল্লার যানবাহন, বিশেষ করে দূরপাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারগুলো ঢাকার প্রবেশ মুখ আমিনবাজার পুলিশ চেকপোস্টে চেক করছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তল্লাশি করা হচ্ছে। তবে কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না। এখন পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কাউকে আটক করা হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আমরা ঢাকার প্রবেশ মুখ আশুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছি। বৃহস্পতিবার থেকে বাইপাইলে চেকপোস্ট বসানো হবে।

প্রতিনিধি/এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়