শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ৪টি ওয়্যান স্যুটার গান ও ইয়াবা উদ্ধার

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান, ৪ রাউন্ড গুলি ও ১৩ হাজার ৭৫০ পিস ইয়াবা, ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদসহ ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবি’র পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে ৩ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, বিজিবির অপর ৩টি অভিযানে চকপাড়া মাঠ নামক স্থান থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা, নলডুবি ব্রীজ নামক স্থান থেকে ৪ হাজার পিস ইয়াবা ও বালিয়াদিঘী নামক এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।


প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়