শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ৪টি ওয়্যান স্যুটার গান ও ইয়াবা উদ্ধার

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান, ৪ রাউন্ড গুলি ও ১৩ হাজার ৭৫০ পিস ইয়াবা, ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদসহ ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবি’র পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে ৩ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪টি দেশী ওয়্যান স্যুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, বিজিবির অপর ৩টি অভিযানে চকপাড়া মাঠ নামক স্থান থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা, নলডুবি ব্রীজ নামক স্থান থেকে ৪ হাজার পিস ইয়াবা ও বালিয়াদিঘী নামক এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিল, ২৭ বোতল বিদেশী মদ এবং ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।


প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়