শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় দুই বিএনপির কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার রাতে (৩০ নভেম্বর) ধার্মিকপাড়া ও পাড়া ডগাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডেমরার ধার্মিকপাড়া এলাকার মো. মজিবুর রহমান খাঁনের ছেলে মো. রাজিব খান (৩২) ও পাড়া ডগাইর চিশতিয়া রোড এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. নরুল আমিন পায়েল (৩৩)। গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা থানায় এজাহার নামীয় ২৯ জনসহ অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ১৪৩/ ১৪৪/ ১৪৭/ ১৪৮/ ৪৪৭/ ৩২৩/ ৩৭৯/৫০৬ পেনালকোডসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা রুজু করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। ওই রাতে মামলাটি দায়ের ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের পদ প্রত্যাশী মো. সোহেল খাঁন।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, আওয়ামী লীগ নেতা সোহেল খাঁনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা বাঁশেরপুল ডিএনডি খালের পুরাতন ব্রীজে অবস্থান করছিলেন।

এ সময় ৭০ থেকে ৭৫ জন বিএনপির নেতাকর্মীরা সারাদেশে গায়েবী মিথ্যা হামলা, মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ লেখা ২ টি ব্যানারসহ একটি মিছিল সরকার বিরোধী স্লোগান দিয়ে ব্রীজ অতিক্রম করছিল। এ ঘটনায় হঠাৎ ওই মিছিলের ভেতর থেকে সরকার দলীয় নেতাকর্মীদের লক্ষ্য কেও ২ টি হাতবোমা বিস্ফোরণ করে।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়