শিরোনাম
◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য! ◈ ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’: রেমিট্যান্সে ৫% কর বসাতে চায় যুক্তরাষ্ট্র, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:০৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বিএনপির সমাবেশে যেতে পথে পথে বাধা

রাজশাহীতে বিএনপির সমাবেশে যেতে পথে পথে বাধা

মঈন উদ্দীন, রাজশাহী: রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আশপাশের জেলার রাজশাহীগামী সকল গাড়ী ও মাইক্রোবাস থামিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সমাবেশে যাওয়ার পথে পথে পুলিশী তল্লাশী, বাধাসহ নানা হয়রানী শিকার হতে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আগামী শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করবে বিএনপি।

সরেজমিনে দেখা যায়, সমাবেশের দুই দিন আগে থেকেই বুধবার রাতে নগরীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ফায়ারা সার্ভিস মোড় ও মুক্তমঞ্চ শাহমখদুম ঈদগাহ রোডে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের মধ্যে বড় একটা অংশই নারী ও বয়স্ক লোক ছিল। সমাবেশস্থলে পৌঁছাতে প্রশাসনের শত বাধা উপেক্ষা করতে হয়েছে বলে তাদের। সেই সঙ্গে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সমাবেশেকে ঘিরে মাদ্রাসা মাঠ এলাকা এখন উৎসবের আমেজ।

আসার পথে নানা বাধার স্ম্মুখীন হলেও যেন নিমিষেই তা শান্তিতে পরিণত হয়েছে নেতাকর্মীদের। বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতাকর্মীদের প্রাণ চাঞ্চল্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে আশপাশের এলাকায়। স্থানীয় নেতাকর্মীরাও আগতদের মেহমানদারি করতে পার করছেন বাড়তি ব্যস্ততা। রাতভর নেতাকর্মীরা সমাবেশস্থল সংলগ্ন এলাকাতেই অবস্থান করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

বগুড়ার রমাজান আলী (৫৫)নামের এক বিএনপি নেতা। তিনি বলেন, বগুড়া থেকে রওনা হওয়ার পর থেকেই পুলিশের বাধা শুরু। রাজশাহীর মোহনপুরে সে পুলিশ পুরো বাস আটকে দেয়। বাস আর এদিকে আসবে না বলেও জানিয়ে দেন পুলিশ। আমাদের বাস ছাড়াও ২০/২৫টা বাস সেখান থেকে ঘুরে দিয়েছে। পরে নিরুপায় হয়ে যে যার মতো সমাবেশস্থল মুখে ছুটে পড়ে। অনেকেই হেঁটেই রওনা দিয়েছেন।’

রাত ৯টার দিকে ‘বুধবার বিকেলে রিজার্ভ বাস নিয়েই বগুড়া রওনা দিয়েছিলেন মাহবুবুর রহমান। রাজশাহীতে আসার পথে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হই, নগরীর বায়া বাজারে পুরো বাস আটকিয়ে দেয় এয়ারপোর্ট থানা পুলিশ। পরে রাজশাহী থেকে নেতাকর্মীরা গিয়ে অনেক তর্ক-বিতর্কের পরেও বাসটা ঢুকতেই দেয় নি। পরে পায়ে হেটে রাত সাড়ে ১০টার দিকে গন্তব্যে এসেছি।’

এদিকে, বুধবার রাতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতাকর্মীদের জায়গা তৈরি করে দিচ্ছিলেন বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘সমাবেশকে বানচাল করার জন্য পুলিশসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা সব রকমের চেষ্টা চালাচ্ছেন।

তাদের সব বাধা অতিক্রম করে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। পুলিশ তাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না, রাস্তায় পথে পথে তাদের আটকিয়ে দিচ্ছে। তবে যে কোনোভাবেই হোক সমাবেশ সফল হবেই বলে দাবি এই বিএনপি নেতার।’

এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ সহকারী পুলিশ কমিশনারদের নিটক জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি। ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয় পর্যবেক্ষণ করছেন, তাই তাদের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

প্রতিনিধি/জেএ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়