শিরোনাম
◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:২০ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে উদ্ভাবনী ডিজিটাল মেলা উদ্বোধন 

কিশোরগঞ্জে উদ্ভাবনী ডিজিটাল মেলা উদ্বোধন 

ফরুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, করোনা আমাদের দেখিয়েছে কিভাবে ঘরে বসে ডলার আয় করা যায়। এটা সত্যি যে, এখন ঘরে বসে ছেলেমেয়েরা ডলার আয় করছে।

এমনকি হাওরের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা ডলার আয় করছে। আমরা ডিজিটালি পারদর্শী হতে পারলে ঘরে বসে উপার্জন করা সম্ভব হবে। ডিজিটাল প্রক্রিয়ার ভাল ও খারাপ দিক রয়েছে। আমরা ভালটা গ্রহণ করব খারাপটা বর্জন করব। ডিজিটাল বিষয়টা কি সেটা আমরা ধীরে ধীরে অনুধাবন করছি এবং ডিজিটাল বাংলাদেশের মর্ম বুঝতে পারছি। আমাদের ছেলে মেয়েরা যদি বিজ্ঞান মনস্ক হয়ে বড় হয় তাহলে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, আমাদের যে বিশাল জনগোষ্ঠি তাদেরকে যদি ডিজিটালি কাজে লাগানো যায় তবে সেই বিশাল জনগোষ্ঠি মানবসম্পদে পরিণত হয়ে দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে রেমিট্যান্স আনবে। আমাদের দেশের মানুষের মনোবৃত্তি শুধু এম.এ পাস করা লাগবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। এই মনমানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। যারা মেধাবী তারা গবেষণামূলক কাজ করবে। আর যারা মেধায় পিছিয়ে তাদেরকে আমরা অবশ্যই কারিগারি শিক্ষায় শিক্ষিত করব। আমাদের যে মানবসম্পদ আছে তা কাজে লাগাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার মোছাঃ নাবিলা ফেরদৌস।

দুই দিনব্যাপী এ মেলায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ করে পাসপোর্ট আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জ, বিআরটিএ কিশোরগঞ্জ, জেলা কর্মসংস্থান ও কর্মশক্তি অফিস, ভূমি প্রশাসন, পোস্ট অফিস,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র( টিটিসি)  ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ ৮৪টি সরকারী দপ্তর স্টল প্রদর্শন করছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়