শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:১৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা দিয়ে লিখেই রাসেলের এসএসসি পাস

রাসেল মৃধা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় এক পায়ের আঙুল দিয়ে লিখে এবার এইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাসেল মৃধা। রাসেল জিপিএ ৩.৮৮ পেয়েছেন।

শারীরিক প্রতিবন্ধী হয়েও তাকে কোনো বাধাই পিছনে ফেলতে পারেনি। সব বাধা পিছনে ফেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় রাসেল।

রাসেল মৃধা সিংড়া উপজেলার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাসেল। 

রাসেলের জন্ম থেকে দুই হাত নেই, ডান পাও নেই। বাম পা থাকলেও স্বাভাবিকের চেয়ে ছোট। রাসেল ছোট থেকে স্বপ্ন দেখে পড়াশোনা শেষে বাবা-মার সব দায়িত্ব নেবে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে তার চেষ্টার কমতি নেই।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভাব-অনটনের মাঝেও রাসেলের লেখাপড়ার প্রতি স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েনি। তার স্বপ্ন পূরণে পড়াশোনা করিয়ে চলেছে। রাসেল পিএসসি ও জেডিসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সামনের দিনগুলোও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে চায় রাসেল।


রাসেল মৃধা বলেন, ‘আমার দুটি হাত নেই, একটি পাও নেই। এক পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। সকলের দোয়ায় আমি পাস করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। যেন সামনের দিনগুলোতে ভালো ফলাফল অর্জন করতে পারি।’ 

রাসেল আরও বলেন, ‘আমার অনেক ইচ্ছা লেখাপড়া করে উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরি করবো। আমার বাবা-মার সব দায়িত্ব নিবো। তারা আমার জন্য অনেক কষ্ট করেছে।’ 

‘পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে রাসেল’- শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে জেলা প্রশাসক শামীম আহমেদ সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে রাসেলকে দেখতে যায়। তখন রাসেলকে আর্থিক সহায়তা দেন তিনি।  

প্রতিনিধি/ এমএইচ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়