খাদেমুল বাবুল, জামালপুর: রোববার (২৮ নভেম্বর) জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে পুনরায় সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু বিজন কুমার চন্দ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ বাকী বিল্লাহ, বাবু বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীকে সহ-সভাপতি হিসেবে ঘোষণা করেন।
প্রতিনিধি/জেএ