শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩ দফা দাবিতে মানববন্ধন

মানববন্ধন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : তিন দফা লিখিত দাবিতে (ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে লাইসেন্স প্রাপ্তি , কয়লা সংকটের বেহালদশায় বড়পুকুরিয়া খনি হতে কয়লার ব্যবস্থা করা ও প্রচলিত জিগজ্যাগ পদ্ধতি ২০৩০ সাল পর্যন্ত বহালে) মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা। 

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে (ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এবং (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে লাইসেন্স প্রাপ্তি, সারা বাংলাদেশে প্রায় ৯৮% ইট ভাটা জিগজ্যাগ প্রযুক্তিতে রূপান্তরিত, এ জিগজ্যাগ ডাটা জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি, যা উপমহাদেশের টেকসই এবং সহজ প্রযুক্তি। 

কিন্তু পরিবেশ অধিদপ্তর কতৃক হাইব্রিড কিলন এবং ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করায় জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮(৩) (৩) এবং ৮(৩)(খ) ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮(৩)(খ) এ বনের দূরত্ব ৭০০ মিটার ।

আগামী ২০৩০ইং সাল পর্যন্ত লাইসেন্স ও ছাড়পত্র প্রদান করে বৈধভাবে জিগজ্যাগ ইটভাটা গুলিকে পরিচালনা করার সুযোগ ও বর্তমানে জ্বালানী হিসেবে কয়লা সংকটের বেহালদশায় বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লার ব্যবস্থা করার ৩ দফা লিখিত দাবি পেশ করেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আহাদ মানিক, সিনিয়র সহ-সভাপতি এম.এ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন, সহ-সভাপতি নূরে আলম দীপু, যুগ্ম সম্পাদক মোঃ শামছুল ইসলাম শামীম, আব্দুল্লাহ আল মামুন মহন, মোঃ শাহজাহান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবুল হাসান লাকু, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন তুতু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইছহাক ভূঞা, ব্যবসা বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য দীপক রঞ্জন রায়, মোঃ জসিম উদ্দিন, মুছা মারুয়া, মোঃ বকুল মিয়া, মাহফুজুর রহমান'সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও শত শত ইট প্রস্তুতকারী কারীগর/শ্রমিকবৃন্দ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়