শিরোনাম
◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০১:৫৩ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মণ্ডপ দেখতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ২ জনের, গুরুতর ৩

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে পূজামণ্ডপ দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন। 

সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত রিকশাভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন—বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার পবিত্র চন্দ্র (২২) ও রতন চন্দ্র (৩০)। আহতেরা হলেন— একই এলাকার লিটন চন্দ্র (২৫)  ভোলা চন্দ্র (২৮), সাহেব আলী (২১)। 

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে পবিত্র চন্দ্র ও রতন চন্দ্র রাত সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকি তিনজনের চিকিৎসা চলমান রয়েছে।’

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহতেরা ব্যাটারিচালিত রিকশাভ্যান ভাড়া নিয়ে পূজামণ্ডপ দেখতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা চারজন সড়কে ছিটকে পড়ে যান। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নুরুজ্জামান বলেন, ‘সাড়ে ৮টার দিকে মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছাই। আহত ৫ জনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়