শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান 

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১২:০৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পল্লী প্রগতির উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এস.এম আকাশ, ফরিদপুর: "পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা" এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। এ ধারা সমুন্নত রেখে পল্লী প্রগতি সহায়ক সমিতি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠান বাস্তবায়ন করে পল্লী প্রগতি সহায়ক সমিতি। 

শনিবার (১অক্টোবর) সকাল ১০ টায় সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা, বয়স্ক ভাতা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। সমিতির নির্বাহী সদস্য প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির জেনারেল সেক্রেটারী ও নির্বাহী পরিচালক মোঃ আঃ কুদ্দুস মোল্লা। প্রধান বক্তা ছিলেন সমিতির পরিচালক (কার্যক্রম) মোঃ আকরাম হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক ফজলুল হাদী সাব্বির, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল আলম, একনেকে এর নির্বাহী পরিচালক এম,এ জলিল, পিডব্লিউও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান প্রমুখ। 

অফিস সূত্রে জানা যায়, প্রবীণ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বৃদ্ধ পিতা-মাতার প্রতি সন্তানদের যত্নবানে উৎসাহিতকরণে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে ১০ জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়। একইভাবে সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, আদর্শ পরিবার ও সমাজ গঠনে উৎসাহিত করতে ১০ জন প্রবীণকে শ্রেষ্ঠ প্রবীণ হিসাবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রয়োজন বিচেনায় সুবিধা বঞ্চিত ১৬৭ জন প্রবীণ ব্যক্তিকে পরিতোষক ভাতা প্রদান করা হয় যা নিয়মিতভাবে মাসিক ভাতা হিসাবে চলমান থাকবে। এছাড়া চলাফেরা করতে অক্ষম ৮ জন প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়