শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:২০ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িমারী স্থলবন্দরে দ্রুত পণ্য পাঠাতে ভারতে 'সুবিধা ডট কম' চালু

এবি সিদ্দিক, পাটগ্রাম: লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরের ওপারে চাংড়াবান্ধায় একটি ‘সুবিধা ডট কম’ সেবা চালু করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধা নেয়ার জন্য রাজ্য সরকার একটি অনলাইন সেবা চালু করেছে।

‘সুবিধা ডট কম’র মাধ্যমে ভারতীয় রফতানিকারকরা দ্রুত বাংলাদেশে পণ্য পাঠাতে পারবেন। ভারতের ‘সিমা সমাচার’ থেকে এই খবর জানা যায়। 

জানা যায়, ভারতীয় রফতানিকারকদের ১০ হাজার টাকা চার্জ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিষ্ট্রেশন করবেন ওইসব ব্যবসায়ীদের এই সুবিধার আওতায় আর কোনো ডিটেনশন (আটক) চার্জ দিতে হবে না। রফতানিকারকরা সরাসরি চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে পাঠাতে পারবেন। ইতোমধ্যে এই সুবিধা বেনাপোল ও বোচাডাঙ্গা বর্ডারে চালু হয়েছে।

বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য চাংড়াবান্ধায় দীর্ঘদিন আটকিয়ে রাখা হতো। এতে ব্যবসায়ীরা চরম হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এমনো দেখা গেছে, একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরে ঢুকতে দু’মাস সময়ও লেগে গেছে। সেখানকার বিভিন্ন সিন্ডিকেট পণ্যবোঝাই রফতানিকৃত ট্রাকগুলো এতোদিন নিয়ন্ত্রণ করে আসছিল। এতে তাদের ৬০ হাজার টাকা পর্যন্ত ডিটেনশন চার্জ দিতে হতো। তাই এই সেবা চালু হওয়ায় শুধু ভারতের নয় বুড়িমারীর ব্যবসায়ীদেরও সুবিধা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়