শিরোনাম
◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল প্রজাতির সজারুর দেখা মিললো জুটমিলের পানির চৌবাচ্চায়

বিরল প্রজাতির সজারু

হারুন-অর-রশীদ, ফরিদপুর : রাতের আঁধারে কোন একসময় বিরল প্রজাতির একটি সজারু চলে এসেছিল লোকালয়ের একটি জুটমিলের ভেতরে। শুক্রবার সকালে একটি পানিশূন্য চৌবাচ্চার মধ্যে সেটি পড়ে থাকতে দেখা যায়। অবশ্য পরে সেটিকে বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে  ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুটমিলের অভ্যন্তরে।

ওই জুটমিলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান জানান, সকালে মিলের একটি পানির চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখা যায় সজারুটিকে। পরে মিলের কর্মকর্তারা সেটি বনে ছেড়ে দিতে বলেন। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে সেটি বনে ছেড়ে দেয়া হয়েছে।

এব্যাপারে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগে আমাদের দেশে এই ধরনের সজারু বিভিন্নস্থানে অনেক দেখা যেতো। তবে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে এখন বিপন্ন দশা। এটি এখন বিরল প্রজাতি হয়ে গেছে। আগের মতো দেখা যায়না। 

ফরিদপুরে উদ্ধার হওয়া এই সজারুটি বনে ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি বলেন, বড় কথা হলো প্রাকৃতিক পরিবেশে এটির সার্ভাইব করা। যেন পাচারকারীদের হাতে না পড়ে। যদি বনে এটি তার নিজস্বভাবে থাকতে পারে তাহলে ঠিক আছে৷ কেননা, সেখানে হয়তো এর আরো কোনো সঙ্গী থাকতে পারে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়