শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে পাঁচটি জলাশয়ে রুই মাছের পোনা অবমুক্ত 

মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে রুই পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছগুলো অবমুক্ত করা হয়।

আদমদীঘি  উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার পাঁচটি জলাশয় ও পুকুরে সর্বমোট ২৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

জলাশয়গুলো হলো-দেওয়ানদীঘি আদর্শগ্রাম পুকুর, সু-পুকুর আশ্রয়ণ, বিনাহালী আদর্শগ্রাম পুকুর, তিলোচ আদর্শগ্রাম পুকুর এবং আদমদীঘি সদর থানা পুকুর, সান্তাহার জেলা পরিষদ ডাকবাংলো পুকুর।

রুই পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুস সালাম, এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, মৎস্যজীবী, সুফলভোগী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়