শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

জিজ্ঞাসাবাদের জন্য ৫ দাখিল পরীক্ষার্থী আটক

আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর প্রায় ১টায় ১০মিনিটে গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর আজিজিয়া ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ ব্রাহ্মণচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার ৫ দাখিল পরীক্ষার্থীকে আটক করেছে। নিহত যুবক উপজেলার মজিদপুর ইউনিয়নের চরমোহনপুর গ্রামের হেলাল ওরফে বাকের সরকারের ছেলে সিয়াম সরকার (২০)। দুই ভাই ও এক বোনের মধ্যে সিয়াম সকলের বড়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর এলাকায় গাজীপুর আজিজিয়া ফাজিল মাদ্রাসা অবস্থিত। বেলা ১টায় পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বাহির হচ্ছিল। এর মধ্যে উক্ত স্থানে যানজট সৃষ্টি হয়। যানজটে একদল যুবক সিয়ামের উপর আক্রমণ চালায়। তখন রাস্তার মধ্যেই তাকে ছুরি দিয়ে আঘাত করে। মুহুর্তের মধ্যে ঐ যুবকেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্তবস্থায় সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার গুরুত্ব দেখে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতিকালে সে মারা যায়।

এদিকে, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ অভিযানে নামে। গাজীপুরে এক ভাড়া বাসা থেকে (পরীক্ষা উপলক্ষে ভাড়া থাকা) জিজ্ঞাসাবাদের জন্য ব্রাহ্মণচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মুকুল আহমেদ, মাসুম বিল্লাল, সায়মুম মিয়া, মো. সাকিব হোসেন, জুনায়েদ ইসলামকে আটক করেছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস জানান, ঘটনার পর লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তিতাসের পুরো টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়