শিরোনাম
◈ পাকিস্তানের পালটা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা: ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির ◈ শেখ হাসিনার 'উস্কানি': ঝটিকা মিছিলে বিপাকে আওয়ামী লীগ, ক্ষুব্ধ নেতাকর্মীরা ◈ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের পাশে ইসরাইল! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লি‌গের ফাইনালে ইন্টার মিলান  ◈ ভারত-পাকিস্তান সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ◈ সামরিক শক্তিতে ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে? ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা জানিয়েছে ভারত ◈ নতুন আইন আসছে সরকারি চাকরিজীবীদের জন্য  ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩, আহত ১২ (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সাংবাদিক সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে সাংবাদিক সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সেতুর দক্ষিণ প্রান্তে মেঘনা পরিবহনের একটি বাসের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। 

আহত অবস্থায় লিটুকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে হামলা কারীদের সনাক্তে কাজ শুরু করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সাংবাদিক লিটু ও সাংবাদিক মনির হোসেন কামাল ঢাকায় একটি কর্মসূচী শেষে বিকেলে মেঘনা পরিবহনের একটি বাসে পটুয়াখালী রওয়ানা করে। এ সময় একজন সন্ত্রাসী তাঁকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে বাসের মধ্যে তার উপর হামলা করে পালিয়ে যায়। হামলায় তার মাথা ফেটে যায়।

পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স বলেন, অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 
যারা জড়িত তাদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। সদর থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়