শিরোনাম
◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সাংবাদিক সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে সাংবাদিক সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সেতুর দক্ষিণ প্রান্তে মেঘনা পরিবহনের একটি বাসের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। 

আহত অবস্থায় লিটুকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে হামলা কারীদের সনাক্তে কাজ শুরু করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সাংবাদিক লিটু ও সাংবাদিক মনির হোসেন কামাল ঢাকায় একটি কর্মসূচী শেষে বিকেলে মেঘনা পরিবহনের একটি বাসে পটুয়াখালী রওয়ানা করে। এ সময় একজন সন্ত্রাসী তাঁকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে বাসের মধ্যে তার উপর হামলা করে পালিয়ে যায়। হামলায় তার মাথা ফেটে যায়।

পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স বলেন, অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 
যারা জড়িত তাদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। সদর থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়