শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে মৎস দপ্ত‌র ও কোস্টগার্ডের অ‌ভিযা‌নে ট্রলিং জাল ও বোট জব্দ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী‌ সাগর উপকু‌লে বঙ্গোপসাগরের মোহনায় শেখেরখীল, গন্ডামারা, বাহারছড়া সংলগ্ন এলাকায় মৎস‌্য দপ্ত‌র  ও কোস্টগার্ডের যৌথ অ‌ভিযা‌নে ট্রলিং জাল ও বোট জব্দ করা হয়। সোমবার (১৯জানুয়া‌রি ) সকাল থে‌কে সন্ধ‌্যা অব‌ধি প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে অবৈধ ট্রলিং যন্ত্রাংশ সহ মাছ আহরণের অপরাধে বোট মালিককে ৮ লক্ষ  ৮০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। অপর‌দি‌কে জব্দকৃত ও বাজেয়াপ্তকৃত মাছ গু‌লো উন্মুক্ত নিলামে ১০ লক্ষ টাকা নিলামে বিক্রি করে মোট ১৮লক্ষ ৮০ হাজার টাকা সরকা‌রি কোষাগা‌রে জমা করা হয় ব‌লে জানান বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উ‌দ্দিন।

তি‌নি আ‌রো জানান ১ সেট ট্রলিং গিয়ার সহ জব্দকৃত জাল যার মুল‌্য প্রায় ৯০ লক্ষ টাকা জব্দকৃত জালসমূহ সবার সাম‌নে খাটখালী এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয় সোমবার সা‌ড়ে নয়টায় এ প্রতি‌নি‌ধিকে জানান।

সুত্র ম‌তে, বঙ্গোপসাগরের মোহনায় বাঁশখালীর উপকুলীয় শেখেরখীল, গন্ডামারা, বাহারছড়া সংলগ্ন উপকূলে সোমবার সকাল থে‌কে সন্ধ‌্যা অব‌ধি বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন, বিসিজি কন্টিনজেন্ট কর্তৃক অবৈধ ট্রলিং বোট ও ট্রলিং যন্ত্রাংশ অপসারণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে খাটখালী এস.আলম জেটি সংলগ্ন মোহনায় ১ সেট ট্রলিং গিয়ার সহ "এফ.বি. হাজী আবদুল জলিল" নামে ১টি বোট জব্দ করা হয় যার মূল্য ৯০ লক্ষ টাকা প্রায়। জব্দকৃত ট্রলিং বোটে প্রায় ১২ লক্ষ টাকার ট্রলিং জাল এবং ২.৮ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। অবৈধ ট্রলিং যন্ত্রাংশ সহ মৎস্য আহরণের অপরাধে বোট মালিককে ৮ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ও বাজেয়াপ্তকৃত মাছসমূহ উন্মুক্ত নিলাম ডেকে ১০ লক্ষ টাকা নিলামে বিক্রি করা হয়। জব্দকৃত জালসমূহ জনসম্মুখে খাটখালী এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়