সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: 'এক বক্স নীতি' বাস্তবায়নে ব্যর্থতার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর 'রাজনৈতিক উচ্চাভিলাস' ও 'একচ্ছত্র আধিপত্যের মনোভাব'কে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (১৭ জানিুয়ারি) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা ও অভিযোগ করেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, ২০২৪-পরবর্তী বাংলাদেশে জনগণ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে নতুন একটি রাজনৈতিক কাঠামো চায়। সেই লক্ষ্যে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে 'এক বক্স নীতি' গ্রহণ করা হলেও বাস্তবতায় তা এখন ভেস্তে যাওয়ার পথে।
অভিযোগ করা হয়, 'এক বক্স নীতিতে' সর্বশেষ যুক্ত হওয়া জামায়াতে ইসলামী আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং অন্যান্য ইসলামপন্থী দলকে সমমর্যাদার শরিক না ভেবে 'অধস্তন' হিসেবে দেখার মনোভাবই ঐক্য প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠকে টালবাহানা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দলটিকে উপেক্ষা করা, সীমিত ও বিতর্কিত আসন প্রস্তাব, গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার, এনসিপিসহ কয়েকটি দলের সঙ্গে গোপন সমঝোতা, বিএনপির সঙ্গে 'জাতীয় সরকার' গঠনের ঘোষণা এবং ভারতের সঙ্গে গোপন বৈঠকের সংবাদ—এসব ঘটনায় ইসলামী আন্দোলন 'বিব্রতকর অবস্থায়' পড়ে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়। এর মধ্যে দলটি ১৫০ বা ২০০ আসন দাবি করছে। এমন মিথ্যা প্রচারণা, 'কৃত্রিম জরিপ' প্রকাশ করে দলটির অবস্থানকে খাটো দেখানো, 'জিততে পারে না' এমন গল্প ছড়িয়ে কর্মী-সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা এবং এনসিপিকে 'অতিরঞ্জিতভাবে শক্তিশালী' হিসেবে উপস্থাপন করার কথা উল্লেখ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, তারা ঐক্য, নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে। তবে ইসলামী রাজনীতিকে 'একক মালিকানায়' পরিণত করার যেকোনো প্রচেষ্টার বিপক্ষে দলটি। দলটি দাবি করে, তারা কোনো 'করুণা বা দয়ার রাজনীতি' করে না; ইসলাম, দেশ ও মানবতার কল্যাণেই তাদের রাজনীতি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-১ আসনের প্রার্থী মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও কুমিল্লা-১০ আসনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা-২ আসনের প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম।
এসময় উস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের প্রার্থী মাওলানা বশির আহমাদ, কুমিল্লা-৪ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুল করীম, কুমিল্লা-৫ আসনের প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা-৬ আসনের প্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, কুমিল্লা-৭ আসনের প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী, কুমিল্লা-৮ আসনের প্রার্থী মুফতি গোলাম সাদেক, কুমিল্লা-৯ আসনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী মাওলানা মহিউদ্দিন শহিদ পাটোয়ারী।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, প্রচার ও দাওয়াহ সম্পাদক ডা. এস এম আতিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সভাপতি মোহাম্মদ আকরাম হোসাইন, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, ছাত্রনেতা মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।