শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-৮ : জামায়াত-এনসিপি মুখোমুখি, ঐক্যবদ্ধ বিএনপি

এম. ইউছুপ রেজা, চট্টগ্রাম : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নির্বাচনী জোট হলেও চট্টগ্রাম–৮ আসন (চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ আংশিক)।

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নির্বাচনী সমাঝোতায় ‘ফ্যাক্টর’ হয়ে উঠেছে। কারণ জামায়াত–এনসিপি কেউ আসনটি একে অপরকে ছেড়ে দিতে নারাজ। ফলে দেশের অন্যান্য সংসদীয় আসনগুলো নিয়ে প্রায় সমঝোতায় পৌঁছুলেও তা আটকে আছে চট্টগ্রাম–৮ এ।
সমঝোতা হলে আসনে জোটের একজন প্রার্থী রেখে বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করা
হতে পারে। জামায়াত ও এনসিপি’র একাধিক দায়িত্বশীল নেতার সাথে আলাপকালে এ তথ্য জানা
গেছে।

জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে এই একটি মাত্র আসনেই (চট্টগ্রাম–৮) প্রার্থী দিয়েছে এনসিপি। যদি আসনটি জামায়াতকে ছেড়ে দিতে হয় সেক্ষেত্রে চট্টগ্রামের নির্বাচনী মাঠে এনসিপি’র কোনো প্রতিনিধি থাকবে না। অর্থাৎ এ আসনে জামায়াতকে ছেড়ে দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলে চট্টগ্রামের ১৬ আসনের কোনোটিতেই সরাসরি এনসিপি’র কোনো প্রার্থী থাকবে না। যা দলটির তৃণমূলের কর্মিরা মানতে নারাজ।

এদিকে জামায়াত ইসলামী শুরু থেকেই বলে আসছে চট্টগ্রাম–৮ আসনে নিজেদের অবস্থান শক্ত রয়েছে। ফলে দলটির তৃণমূলের চাওয়া ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকুক জামায়াতের প্রার্থী। তাছাড়া চট্টগ্রাম শহরের চারটি আসনের মধ্যে একটি (আংশিক) চট্টগ্রাম–৮।

চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় শহরে নিজেদের অবস্থান ধরে রাখতে চট্টগ্রাম–৮ আসনকে আলাদা গুরুত্ব দিচ্ছে দলটি। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম–৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ডা. মো. আবু নাছের ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র প্রার্থী হচ্ছেন মো. জোবাইরুল হাসান আরিফ। এছাড়া জামায়তের সঙ্গে নির্বাচনী সমাঝোতায় গড়ে উঠা ১১ দলীয় জোটভুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহও প্রার্থী আছেন।

চট্টগ্রাম–৮ আসন নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে সমাঝোতা হচ্ছে কীনা জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম–৮ আসনের এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ বলেন, চট্টগ্রামে এনসিপি’র একটা মাত্র আসন হচ্ছে চট্টগ্রাম–৮। এ আসন নিয়ে সমাঝোতা হচ্ছে। এখানে এনসিপিই থাকবে। এটা নিয়ে ঘোষণা আসবে, তখন সবকিছু স্পষ্ট হবে। এছাড়াও এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেন, ‘হয় চট্টগ্রাম–৮ দিবেন। না হয় চট্টগ্রামে কোনো এনসিপি থাকবে না’।

সমাঝোতার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম–৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আবু নাছের বলেন, আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছে। কাজ চালিয়ে যেতে বলেছেন। জনগণের কাছে যাচ্ছি। এখানে আমাদের অবস্থান অনেক ভালো। অপরদিকে এ আসনে বিএনপি’র প্রার্থী হচ্ছেন আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি মহানগর বিএনপির আহ্বায়কও। চট্টগ্রাম–৮ আসনের বোয়ালখালী উপজেলায় দীর্ঘদিন বিএনপির তিনটি বলয় কাজ করলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের প্রার্থীকে জেতাতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন বিবদমান গ্রুপগুলো। অথচ, নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কয়দিন আগে বিএনপি নেতা আবু সুফিয়ান, মোস্তাক আহমদ খান এবং এরশাদ উল্লাহ পৃথক পৃথক গ্রুপ নিয়ে বোয়ালখালীতে শোডাউন করেছেন। আবু সুফিয়ানকে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন দেওয়ায় এবং মোস্তাক আহমদ খানও নির্বাচন থেকে সরে দাড়ায় এককভাবে মাঠে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ।

তার পক্ষে বিএনপির নেতাকর্মিরা দিনরাত নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন ঐক্যবদ্ধভাবে। ফলে বিএনপির ধানের শীষের এ প্রার্থীর বিজয় ঠেকানো
কঠিন হবে বলে জানান রাজনৈতিক বিজ্ঞজনেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়