ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক চাপের প্রেক্ষাপটে সবুর (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়াডাংগা থানাধীন পীর সাহেব এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি আনুমানিক চার থেকে পাঁচ দিন আগের হতে পারে। বাসার চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
নিহত সবুর পীর সাহেব এলাকার মৃত শামসুল হক খোকার ছেলে। তিনি দিনমজুর হিসেবে নেটের কাজ করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। সবুরের বড় ভাই হাবিবুর রহমান সুইট জানান, বুধবার সকাল ৯টার দিকে তাদের বড় বোন খুদন সবুরের বাসায় এসে দরজা বন্ধ ও দুর্গন্ধ লক্ষ্য করেন। পরে প্রাচীর টপকে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করে টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সবুরের মরদেহ দেখতে পান।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর ধরে সবুরের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। গত পাঁচ মাস আগে তার স্ত্রী তালাক দিলে তিনি গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।