জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হারু শাহের মাজার সংলগ্ন একটি ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হাসান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মনির হোসেনের কাছে হারু শাহের মাজারের খাদেম হাসেম খবর দেন—মাজারের পাশের ঘাসের জমিতে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মনির হোসেন ৯৯৯-এ কল করলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
খয়েরহুদা গ্রামের ইউপি সদস্য আব্বাস ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। তিনি জানান, নিহত জাহিদ হাসান তার আপন মামাতো ভাই।
নিহতের পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। জাহিদের বড় ভাই ইনামুল ও ইউপি সদস্য আব্বাস অভিযোগ করে বলেন, জাহিদের সঙ্গে একই গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে উভয়ে পালিয়ে বিয়ে করলেও দুই পরিবারের বৈঠকের মাধ্যমে তাদের তালাক দেওয়া হয়। তবে এরপরও ওই তরুণী জাহিদকে ফোন করে বিরক্ত করতেন। এ ঘটনায় ওই তরুণীর দুলাভাই ছমির প্রকাশ্যে জাহিদকে হত্যার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, পূর্ববিরোধের জের ধরেই জাহিদকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে রাখা হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।