শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী, সোনাপুর, মাইজদী, চৌরাস্তা-ঢাকা রুটে আধুনিক সুবিধা ও উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে নতুন প্রিমিয়াম বাস সার্ভিস ‘সারা এক্সপ্রেস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডে ফিতা কেটে সারা এক্সপ্রেসের উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা এক্সপ্রেস এর ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম কিরন, জেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আবু ছালেহ আবদুল্যাহ মো. সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালী থেকে ঢাকার দীর্ঘ ভ্রমণকে আরও আরামদায়ক, দ্রত এবং নিরাপদ করতে এই সার্ভিস নতুনমাত্রা যোগ করবে। যাত্রীসেবায় সময়নিষ্ঠতা নিশ্চিত করতে প্রতিটি ট্রিপ নির্ধারিত সময়ে ছাড়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

সারা এক্সপ্রেস এর ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ বলেন, আমি নোয়াখালীর সন্তান, আমাদের এই সারা এক্সপ্রেস নোয়াখালীর মানুষের পরিবহন। আমরা প্রাথমিকভাবে আধুনিক মানের ৫০টি এসি বাস দিয়ে যাত্রা শুরু হয়েছে। নোয়াখালী অঞ্চলের অসুস্থ, বৃদ্ধ ও গর্ভবর্তী মায়েদের কথা চিন্তা করে ১৫ টি স্লিপার সিটের বাস রাখা হয়েছে।

তিনি বলেন, যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাসগুলোতে আরামদায়ক রিক্লাইনিং সিট, সম্পূর্ণ এসি সুবিধা, জিপিএস ট্র্যাকিং ও লাইভ মনিটরিং, আধুনিক সিসিটিভি নিরাপত্তা, অভিজ্ঞ ও প্রশিক্ষিত স্টাফ, ন্যূনতম স্টপেজ, অনলাইন টিকিটিং ও কাস্টমার কেয়ার সেবা, যাত্রা বিরতিতে উন্নতমানের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এই সুবিধাগুলো নোয়াখালী-ঢাকা রুটে ভ্রমণকে আরও সহজ, দ্রুত ও মানসম্মত করবে।

উদ্বোধনী দিনে সাধারণ যাত্রীরা বলেন, আধুনিক সুবিধার বাস চালু হওয়ায় তারা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। দীর্ঘ পথযাত্রায় আরাম, নিরাপত্তা, ভ্রমণ, উন্নতমানের খাবার ও সময় কমার বিষয়টি ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা অভিমত দেন।

সারা এক্সপ্রেস ভবিষ্যতে আরও নতুন বাস সংযোজন ও সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে। নোয়াখালী-ঢাকা রুটে মানসম্মত পরিবহন সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়