লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ উপজেলার ৪ নং গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন ৯ বছরের আবির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির, পিতাঃ সেক- বাচ্চু (৪৫), মাতাঃ আলেয়া বেগম (৩৯), শিশু আবিরের সন্ধান পেতে অসহায় মা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে মা আলেয়া থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করে।
"জিডি সূত্রে জানা যায় শিশু বাচ্চাটি মানসিক ভারসাম্যহীন সে কম কথা বলে, এবং তার ইচ্ছা ও খেয়াল খুশি মত চলাফেরা করে। ৬ জানুয়ারী ২৬ ইং তারিখ দুপুর ২.০০ টায় প্রতিদিনের মত বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল । বেলা পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসে না। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। ছেলেটির উচ্চতা অনুমান ৪ ফুট, গায়ের রং- কালো, মুখমণ্ডল গোলাকার, গায়ে আকাশী রং এর ফুলহাতা গেঞ্জি, পরনে কালো টাউজার রয়েছে।
নিখোঁজ আবির হোসেনকে কেউ দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানা কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
"যোগাযোগ- (এস.আই গোলাম হোসেন চরভদ্রাসন থানা- মোবাইল ০১৭২১-৯৪২৮৮৮)- স্থানীয় মেম্বার (সরোওয়ার হোসেন- ০১৭৭২-২২৭২৯১)- (শিশুটির পরিবার- ০১৩০২-৯৩৬৭৬৮) মানসিক ভারসাম্যহীন শিশুটি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবার- সহ, এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছে।
"চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিখোঁজ আবির হোসেনের মাতা- আলেয়া থানায় আসলে আমরা দ্রুত মিসিং ডায়রি নেই, এবং সারা বাংলাদেশে বেতার বার্তা পাঠাই, এস.আই গোলাম হোসেন কে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে।