শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তের বন্ধন যখন সম্পত্তির কাছে হার মানে: ভাইয়ের হাতে বোন আহত

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জমির লড়াইয়ে আরও একবার পরাজিত হলো মানবিকতা। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে মেঘশিমুল পশ্চিমপাড়ার ফসলি জমি বোন ছুলেমা খাতুনের শ্রম ও ঘামে সজীব থাকতো, সেখানেই গত রবিবার রচিত হলো এক করুণ ইতিহাস। আট ভাইয়ের আদরের একমাত্র বোন হওয়ার কথা থাকলেও, দিনশেষে সম্পত্তির লোভে সেই ভাইদের হাতেই লাঞ্ছিত হতে হলো তাঁকে।

রবিবার (১১ জানুয়ারী) সকালে জমি দখলের নেশায় মত্ত হয়ে আপন ভাই ও ভাতিজারা লোহার রড ও লাঠি নিয়ে ছুলেমা খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধা দিতে গেলে নারীদের ওপর চলে অকথ্য নির্যাতন। টেনে ছিঁড়ে নেওয়া হয় কানের দুল, ঝরানো হয় রক্ত। এ হামলায় ছুলেমা ছাড়াও পারুল ও তামান্না নামে আরও দুই স্বজন আহত হন।

পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে ভাইদের নিরাপত্তার ছায়া হওয়ার কথা ছিল, তাদের বিরুদ্ধেই এখন থানায় অভিযোগ নিয়ে দাঁড়াতে হয়েছে একমাত্র বোনকে।

এই ঘটনায় ছুলেমান খাতুনের এক ভাই বাদি হয়ে পূর্বধলা থানায় ৭জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়