কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়িতে অবৈধ ভাবে বালু উত্তোলনপূর্বক পরিবহনকালে বালুবোঝাই মিনি ড্যাম্পার ট্রাক জব্দ,৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি )দুপুরে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় ও উপজেলা সুত্রে জানা যায়, সোমবার দুপুরে
বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির ৫ নং ওয়ার্ডের স্লুইস গেইট সংলগ্ন কুইন্যা ভিটার ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে তা পূর্ব পুঁইছড়ির বহদ্দারহাট হাট এলাকায় বালুবোঝাই একটি মিনি ড্যাম্পার ট্রাক করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।
এ সময় অভিযুক্ত নুরুল আলম(২৭) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করা হয় । এবং ভবিষ্যতে অবৈধ উপায়ে বালু উত্তোলনপূর্বক পরিবহন করবে না মর্মে মুচলেকা দেন। বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন বলেন, যে কেউ অবৈধভাবে বালি উত্তোলন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান। তিনি উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।