শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজুড়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার রাজধানীসহ সারা দেশে গভীর শোকের আবাহন ও শ্রদ্ধার চিত্র ফুটে উঠেছে। ঢাকার মানিক মিয়া এভিনিউতে মূল জানাজা সম্পন্ন হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় আয়োজিত গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিভাগীয় শহরের চিত্র:

রংপুর: কেন্দ্রীয় ঈদগাহে গায়েবানা জানাজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রুয়েটসহ শহরের বিভিন্ন স্থানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাবি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নেন।

সিলেট: আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির উদ্যোগে এবং শহীদ মিনারে সাধারণ মানুষের অংশগ্রহণে পৃথক দুটি জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা জানিয়ে সিলেটে অর্ধদিবস দোকানপাট বন্ধ ছিল।

উপজেলা ও জেলা পর্যায়ে স্বতঃস্ফূর্ততা:

বগুড়া ও ময়মনসিংহ: বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা মাঠ এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে জানাজা সম্পন্ন হয়। বগুড়া শহর আজ ছিল পুরোপুরি স্তব্ধ ও দোকানপাট বন্ধ।

চট্টগ্রাম ও বরিশাল: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া এবং বরিশালের বিভিন্ন ওয়ার্ডে কালো পতাকা উত্তোলন ও সাত দিনব্যাপী শোক কর্মসূচি শুরু হয়েছে।

অন্যান্য জেলা: নাটোর, চাঁদপুর, জয়পুরহাট, ঝিনাইদহ, দিনাজপুর, নীলফামারী এবং ফেনীসহ দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় বিএনপি এবং সাধারণ মানুষের উদ্যোগে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

পাবিপ্রবি
বিকেল ৪টায় ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে রংপুর, সিলেট, বগুড়া, ময়মনসিংহ এবং ভোলাসহ দেশের অধিকাংশ জেলা শহরে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের দোকানপাট ও শপিং মল বন্ধ রাখেন। অনেক স্থানে বিপিএল খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরাও জানাজায় অংশ নিয়ে তাদের শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। আজ বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে দাফন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়