শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের ফল ব্যাবসায়ী শেখ ফজল (৪২)কে এলোপাথারী পিটিয়ে হাতে ও মাথায় গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 

পার্শ্ববতী চর অযোধ্যা গ্রামের ফকু খালাসী (৩০) ও বেপারী ডাঙ্গী গ্রামের গিয়াস বেপারী (২৬) মিলে গত মঙ্গলবার বিকেলে বাজারের মধ্যে উক্ত ব্যাবসায়ীকে এসএস পাইপ দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ।

আহত ব্যাবসায়ী চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত ব্যাবসায়ীর স্ত্রী পারভীন আক্তার (৩২) বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি চাঁদাবাজী ও মারপিটের অভিযোগ পত্র দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আহত ব্যাবসায়ীর বাড়ী বাজারের পাশে চরসুলতানপুর গ্রামে। চরহাজীগঞ্জ বাজারের মধ্যে টং ঘরে তার একটি ফলের দোকান ও একটি সিঙ্গারা পুড়ির দোকান রয়েছে। কিছুদিন ধরে এলাকার বখাটে ফকু খালাসী ও গিয়াস বেপারী মিলে উক্ত ব্যাবসায়ীর কাছে দৈনিক ৫শ’ টাকা করে চাঁদা দাবী করে আসছিল। ঘটনার দিন সকাল ১০টায় দুই বখাটে মিলে উক্ত ব্যাবসায়ীর কাছে গিয়ে চাঁদার টাকা দাবী করলে দোকানদার চাঁদা দিতে অস্বিকার করেন। এ সময় বখাটেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দোকান থেকে বের করে ব্যাবসায়ীকে চড়-থাপ্পর দিয়ে চলে যায়। পরবর্তিতে একই দিন বিকাল ৩টায় বখাটেরা পূনঃবার দোকানে গিয়ে চাঁদার টাকা না পেয়ে লোহার এসএস পাইপ দিয়ে ব্যাবসায়ীকে এলোপাথারী পিটিয়ে মাথায় ও হাতে গুরুতর জখম করে বলে অভিযোগ।

এ সময় আহত ব্যাবসায়ীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন।

তবে বুধবার বিকেলে এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান,“আমরা তদন্ত করে চাঁদাবাজীর কোনো ঘটনা পাই নাই। দোকানের সিংঙ্গারা পুড়ি প্যাকেট করা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাবসায়ীকে মারপিট করা হয়েছে”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়